Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শৈত্য প্রবাহের জন্য বিশেষ কৃষি আবহাওয়া পরামর্শ
বিস্তারিত
  • বোরো ধানের বীজেরঅঙ্কুরোদগম ও চারারবৃদ্ধিতেনিম্নতাপমাত্রারপ্রভাবকমিয়েআনারজন্যবীজতলাদিনেরবেলাপলিথিন শীটদিয়েঢেকেরাখুনএবংবিকেলেতাসরিয়েফেলুন। এছাড়াওরাতেরবেলাসেচদিয়েখুবভোরেপানিসরিয়েফেলেঠাণ্ডাআবহাওয়ায়চারারবৃদ্ধিত্বরান্বিতকরাযায়।
  • বর্তমান আবহাওয়ায় বোরো ধানে থ্রিপস পোকার আক্রমণ দেখা দিতে পারে। আক্রমণের মাত্রা ২৫% এর বেশি হলে প্রতি লিটার পানিতে ২ গ্রাম ম্যালাথিয়ন মিশিয়ে স্প্রে করুন। ২৫% এর কম হলে কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনা চালিয়ে যেতে হবে।
  • বর্তমান আবহাওয়ায় সরিষায় অলটারনারিয়া ব্লাইট রোগ দেখা দিতে পারে। প্রতি লিটার পানিতে ২ গ্রাম রোভরাল ৫ ডব্লিউপি মিশিয়ে ১০-১২ দিন পর পর ৩ থেকে ৪ বার স্প্রে করুন।
  • আলুর নাবীধ্বসারোগথেকেরক্ষারজন্যমাঠপর্যবেক্ষণকরুন। কুয়াশাময় আবহাওয়া দীর্ঘায়িত হলে অনুমোদিত বালাইনাশক প্রয়োগ করুন।
  • ঠান্ডাজনিত ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার জন্য ফল গাছে নিয়মিত হালকা সেচ প্রদান করুন। কচি ফল গাছ ঠাণ্ডা হাওয়া থেকে রক্ষার জন্য খড়/পলিথিন শীট/ চটের ব্যাগ দিয়ে ঢেকে দিন।

 


 
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
19/12/2019
আর্কাইভ তারিখ
29/02/2020