Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Charter
  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভিশন ও মিশন

     

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভিশন

    খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ কৃষি বাণিজ্যিকীকরণের লক্ষ্যে পরিবর্তনশীল জলবায়ুতে পরিবেশ বান্ধব, নিরাপদ ও টেকসই উৎপাদনক্ষম উত্তম কৃষি কার্যক্রম প্রবর্তন যাতে প্রাকৃতিক সম্পদ সুরক্ষাসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়।

     

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিশন

    দক্ষ, ফলপ্রসূ, বিকেন্দ্রীকৃত, এলাকানির্ভর, চাহিদাভিত্তিক এবং সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে সকল শ্রেণীর কৃষকদের প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণ, যাতে টেকসই ও লাভজনক ফসল উৎপাদন বৃদ্ধি নিশ্চিতকরণসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সাধিত হয়।

  •  
  •  এ অধিদপ্তরের সিটিজেন চার্টার নিম্নরূপঃ
  •  
  • ১) সকল শ্রেণীর কৃষকের জন্য কৃষি সম্প্রসারণ সহায়তা দেয়াঃ
  • সব ধরণের কৃষক পরিবারের সকল সদস্য তাদের প্রয়োজানুযায়ী যাতে সেবা পেতে পারে তার নিশ্চয়তা দেয়া।
  • ২) কৃষকদের দক্ষ সম্প্রসারণ সেবা প্রদানঃ
  • দক্ষ সম্প্রসারণ কর্মীর মাধ্যমে শস্য, মৎস, পশুসম্পদ, বন ও পারিবারিক উদ্যোগে কৃষকের সর্বাধিক ব্যয় সাশ্রয়ী সেবা প্রদান করা।
  • ৩) কৃষি বিষয়ক কর্মসূচি প্রণয়ন বিকেন্দ্রীকরণঃ
  • তথ্য চাহিদা চিহ্নিতকরণ ও চাহিদার প্রতি সাড়া প্রদান, স্থানীয় সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহ, কর্মসূচি পরিকল্পনা, প্রশিক্ষণ এবং গণমাধ্যম ভিত্তিকভাবে কর্মসূচি প্রণয়ন।
  • ৪) চাহিদাভিত্তিক কৃষি সম্প্রসারণঃ
  • চিহ্নিত চাহিদা, সমস্যা ও সম্ভাব্যতার উপর ভিত্তি করেই সকল সম্প্রসারণ কার্যক্রম ও গবেষণাদির বিষয়বস্ত্ত নির্ধারণ করা।
  • ৫) সকল শ্রেণীর কৃষকদলের সাথে কাজ করাঃ
  • কৃষকের কাজে সর্বাধিক সুবিধা পৌছে দিতে মাঠ পর্যায়ে বিদ্যমান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রকার কৃষকদলের সাথে কাজ করা।
  • ৬) কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণঃ
  • কৃষকদের উপযুক্ত পরামর্শ দিতে তাদের প্রয়োজনানুযায়ী কৃষি গবেষণাগারের মাধ্যমে সমস্যার সমাধান বের করতে কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ এর সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলা।
  • ৭) সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষনঃ
  • কৃষকের সেবা চাহিদার উপর ভিত্তি করে সম্প্রসারণ কর্মীদের প্রশিক্ষন দেয়া।
  • ৮) উপযুক্ত সম্প্রসারণ পদ্ধতির ব্যবহারঃ
  • বিভিন্ন শ্রেনীর কৃষকের সুনির্দিষ্ট সম্প্রসারণ উদ্দেশ্যাবলী অর্জনের লক্ষ্যে সম্প্রসারণসংস্থা ও কর্মীবৃন্দ খামার পরিদর্শন, গণমাধ্যম, প্রশিক্ষণ, মেলা, পরিদর্শন ও উদ্বুদ্ধকরণভ্রমন এবং অংশগ্রহণমলক পদ্ধতিসমূহ ব্যবহার।
  • ৯) সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদানঃ
  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরও বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সম্প্রসারণ সহায়তা প্রদান করে।
  • ১০) সম্মিলিত সম্প্রসারণ কার্যক্রমঃ
  • সম্পসমূহের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে তথ্য ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে সম্প্রসারণ সেবা দান করা।
  • ১১) পরিবেশ সংরক্ষণে সমন্বিত সহায়তা প্রদানঃ
  • প্রাকৃতিক পরিবেশের জীব বৈচিত্রের ভারসাম্য রক্ষার অনুকুলে ভূমি, পানি ও বায়ুদূষণও ক্ষয় নিয়ন্ত্রন দূর করা; পরিবেশ সুরক্ষাকারী এবং ব্যবস্থাপনা ও সরকারী এবং ব্যক্তিখাতের পরিবেশ সংক্রান্ত বিষয়াবলী রক্ষার সক্ষমতা বৃদ্ধি করা।
  • ১২) কৃষি বানিজ্যিকীকরণঃ 
  • কৃষকের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে এবং ন্যায্যমূল্য পেতে সহায়তা করা।
  • ১৩) কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারঃ
  • কৃষি বিষয়ক যে কোন তথ্য, পরামর্শ এবং প্রযুক্তি কৃষিকর্মী, কৃষক এবং সাধারণজনগণের মধ্যে পৌছানো।